Bihar SIR: SIR ইস্যুতে আবার একজোট ‘ইন্ডিয়া’, স্পিকারের কাছে জমা পড়লো চিঠি

তাদের অভিযোগ, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বিরোধী সমর্থকদের নাম বাদ দিচ্ছে।

August 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৫.০৮: নির্বাচন কমিশন (Election Commission of India) বিহারের (Bihar) সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই তালিকা প্রকাশের পরই কেন্দ্রীয় বিজেপি সরকারের (BJP) বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জোট।

ন’টি বিরোধী দলের এই জোট লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে সংসদে এই ইস্যুতে জরুরি আলোচনার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে লক্ষ-লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১লা আগস্ট সকাল ১১টায় বিহারের ৩৮টি জেলার কালেক্টরদের (collectors) মাধ্যমে সংশোধিত খসড়া ভোটার তালিকা সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই তালিকায় বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের ৯০ হাজারের বেশি ভোটকেন্দ্রের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার দুপুর ৩টেয় এই তালিকা কমিশনের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই তালিকা সংশোধন এবং বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ঘটনাটি সুপরিকল্পিত। তারা এটিকে ‘ভোটার দমন-পীড়নের কৌশল’ হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বিরোধী সমর্থকদের নাম বাদ দিচ্ছে।

আজ সকালে এই ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন বাংলার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদরা, কারণ বিহারের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাঝেই বিজেপি বলতে শুরু করেছে যে বাংলাতেও SIR করা হবে। এই খবর সকালেই প্রকাশ করেছিল ‘দৃষ্টিভঙ্গি’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen