ঘরের মাঠে লজ্জার হার! সিঙ্গাপুরের কাছে পরাজয়ে এশিয়ান কাপ থেকে কার্যত ছিটকে গেল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: AFC Asian Cup 2027 এর যোগ্যতা অর্জনের ভারতের আশা কার্যত শেষ। ঘরের মাঠে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৮ নম্বরে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে হার ভারতের জন্য যেন এক তীব্র ধাক্কা। মাসখানেক আগেও CAFA Nations Cup–এ দারুণ পারফরম্যান্সে দেশ জুড়ে আশার আলো জ্বেলেছিল ভারতীয় ফুটবল দল। নতুন কোচ Khalid Jamil–কে নিয়ে তৈরি হয়েছিল এক নতুন উদ্দীপনা। কিন্তু প্রতিযোগিতামূলক মঞ্চে ফিরতেই ফের দেখা গেল সেই পুরনো ছবি ব্যর্থতা, রক্ষণের দুর্বলতা আর গোল করার অক্ষমতা।
মঙ্গলবার কলকাতায় ম্যাচের শুরুটা কিন্তু খারাপ ছিল না ভারতের। উইং ধরে আক্রমণ তোলা, মাঝমাঠে বল ধরে রাখা সব কিছুই হচ্ছিল। ১৪ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন ছাংতে। গোলের পরও আক্রমণ চলছিল। কিন্তু প্রতিপক্ষের প্রতিআক্রমণে ভারতের রক্ষণ একের পর এক ধসে পড়তে শুরু করে। প্রথমার্ধের ৪৪ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান উই ইয়ং সং।
দ্বিতীয়ার্ধে একই চিত্র—রক্ষণের একই রকম অগোছালো অবস্থা। ৬৪ মিনিটে আবারও গোল করলেন সেই উই ইয়ং সং। এই দুই গোলেই কার্যত শেষ হয়ে গেল ভারতের লড়াই। যদিও শেষদিকে মরিয়া হয়ে আক্রমণে যায় ভারত, কিন্তু সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি কেউ।
এই হারের পর গ্রুপে ভারতের অবস্থান স্পষ্ট—৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। হংকং ও সিঙ্গাপুর দুই দলই ৮ পয়েন্টে। এখান থেকে সর্বোচ্চ ৮ পয়েন্টে গেলেও গোল পার্থক্যে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। ফলে শেষ দুটি ম্যাচ এখন স্রেফ নিয়মরক্ষার।
একটা সময় মনে হচ্ছিল নতুন কোচের অধীনে ভারতীয় ফুটবলে আসবে নতুন হাওয়া। কিন্তু এই হার দেখিয়ে দিল, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। বড় মঞ্চে টিকে থাকতে হলে ফাইনাল থার্ডে কার্যকারিতা এবং রক্ষণে শৃঙ্খলা আনতেই হবে। না হলে আন্তর্জাতিক অঙ্গনে এগোনো শুধু স্বপ্নই থেকে যাবে।