নাগপুরে রোহিত, জাদেজার ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৩২১ রান তুলল ভারত

February 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৩২১ রান তুলল ভারত। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের ব্যাটে ভর করে এখন চালকের আসনে ভারত। ১২০ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতকে বড় রানের লিড দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা।

প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনে আউট হয়ে গেলেও, তার আগেই স্যর ডন ব্র্যাডম্যানের পাশে বসে পড়লেন তিনি। ঘরের মাঠে সবচেয়ে বেশি গড়ের ক্ষেত্রে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন রোহিত।

ম্যাচ জিততে ইচ্ছাকৃতভাবে পিচ বিকৃত করেছে ভারত, ম্যাচ শুরুর আগেই এই অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনে একেবারেই ক্রিজে টিকতে পারেননি অজি ব্যাটাররা। একই দশা হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপেও। অধিনায়ক রোহিত ছাড়া ভাল রান পেয়েছেন শুধুমাত্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যর্থতার তালিকায় রয়েছেন পূজারা, কোহলির মতো তারকা থেকে সূর্যকুমার, ভরতের মতো অভিষেককারীরাও।

রোহিত থাকলেও উলটোদিকে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে ভারত। তারপরে ম্যাচের হাল ধরে জাদেজা-রোহিতের জুটি। ৬১ রানের পার্টনারশিপ গড়ে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত। আট নম্বরে নামা অক্ষর প্যাটেলের সঙ্গেও হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েন জাদেজা। দিনের শেষে ৫০ রান করলেন অক্ষরও। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ল এই জুটি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স টড মার্ফির। বৃহস্পতিবারই রাহুলকে আউট করে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন আরও চার উইকেট। তার মধ্যে রয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen