সেমিতে প্রতিপক্ষ অজিরা, মোতেরার বদলা নিতে পারবেন বিরাট, রোহিতরা?

একের পর এক আইসিসি ট্রফিতে ভারতের জয়ের পথের কাঁটা হয়ে উঠেছে অজিরা।

March 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক আইসিসি ট্রফিতে ভারতের জয়ের পথের কাঁটা হয়ে উঠেছে অজিরা।
২০১৫ ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল, ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনাল, একের পর এক হারের ক্ষত এখনও তাজা। আজ দুবাই কি বদলার মঞ্চ হয়ে উঠবে? মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুই দলই অপরাজিত। ভারত গ্ৰুপের তিন ম্যাচেই জয় লাভ করেছে। অস্ট্রেলিয়ার গ্রুপের দু’টি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। মঙ্গলবারের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে ইন্ডিয়া। টুর্নামেন্টের শুরু থেকে দুবাইয়ে খেলছে রোহিতরা। দুবাইয়ের পিচে সুবিধা পাচ্ছেন স্পিনাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চার স্পিনার খেলিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই কৌশল সম্ভাবনা প্রবল। অ্যাডাম জাম্পা ছাড়া তেমন কোনও তারকা স্পিনার নেই অজিদের। পিচ বড়ই মন্থর। বল ব্যাটে আসতে সময় লাগছে। দুরন্ত ফর্মে থাকা বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ।

মিস্ট্রি স্পিনার বরুণ একা কার্যত শেষ করে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ৫ উইকেট নিয়েছেন তিনি। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজারা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামাতে পারেন। চোটের কারণে টুর্নামেন্টে নেই কামিন্স, স্টার্ক, হ্যাজলউডদের মতো তারকা পেসাররা। মিডল অর্ডারে দুরন্ত ফর্মে শ্রেয়স ও অক্ষর। আজ খেলা শুরু দুপুর আড়াইটা থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen