আজ মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-২০-তে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

ক্যানবেরায় খেলা গড়িয়েছিল ৯.৪ ওভার পর্যন্ত। ব্যাট করতে নেমে ভারত ১ উইকেটে ৯২ রান করে তোলে। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে গেলেও শুভমান গিল ও সূর্যকুমার যাদবের ইনিংস ভারতীয় সাজঘরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। ২০ বলে গিল ৩৭ ও সূর্য ২৪ বলে যখন ৩৯ রানে করেন ওইদিন। সূর্য ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছিলেন না। চাপ অনেকটাই কাটিয়ে উঠতে সফল হয়েছেন তিনি।
ভারতের ব্যাটিং অর্ডারে তিনে তিলক ভার্মা, চারে সঞ্জু স্যামসন খেলতে পারেন। পেস অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও থাকবেন। পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হয়েছিলেন হর্ষিত। স্পিনার হিসেবে এবার কুলদীপ ও বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে।
একদিনের সিরিজ জিতলেও টি-২০-তে ভারত যে জোর টক্কর দেবে, তা বুঝে গিয়েছে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন মার্শ বলেছেন, আক্রমণাত্মক ক্রিকেটেই ভারতকে হারাতে চান তাঁরা। হ্যাজলউড, নাথান এলিস, বার্টলেট তিন পেসার নিয়ে গত ম্যাচে দল সাজিয়েছিল অস্ট্রেলিয়া। স্পেশালিস্ট স্পিনার ছিলেন ম্যাথু কুনেম্যান। আজ হয়তো একই একাদশে নামবে অস্ট্রেলিয়া। আজ ম্যাচ শুরু দুপুর ১-৪৫ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।