নিয়মরক্ষার ম্যাচে ঈশানের ২০০, সেঞ্চুরি কোহলির, ২২৭ রানে হারল সাকিবরা

টসে জিতে আজ ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস

December 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ICC

তিন ম্যাচের এক দিনের আন্তর্জাতিক সিরিজে ২-০তে এগিয়ে ছিল বাংলাদেশ। শনিবার চট্টগ্রামে নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠলেন ঈশান কিশন এবং বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে ভারত তুলল ৪০৯/৮ এবং মাত্র ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ভারত জিতল ২২৭ রানে।

টসে জিতে আজ ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শিখর ধাওয়ান ৩ রানে আউট হলেও ম্যাচের রাশ হাতে নেন ঈশান (১৩১ বলে ২১০ রান) এবং বিরাট (৯১ বলে ১১৩ রান)। পরের দিকে ভারতকে ৪০০ পার করতে সাহায্য করেন ওয়াশিংটন সুন্দর (২৭ বলে ৩৭ রান)।

ভারতের বিশাল রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচগুলিতে ভালো পারফর্মেন্স রাখা সাকিবই দলের সর্বোচ্চ (৪৩) রান করেন। ৩ রানে আউট হয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি করা মিরাজ। ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শার্দুল ঠাকুর ৩টি উইকেট পান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen