অহমেদাবাদে শুভমনের মারকাটারি ইনিংস, ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। বুধবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৪২ রানে জয়লাভ করে। ২১৪ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। বুধবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৪২ রানে জয়লাভ করে। ২১৪ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড।
দিনের শুরুতেই রোহিত (১) সাজঘরে ফিরলেও প্রিয় মাঠে লক্ষ্যে অনড় ছিলেন শুভমন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজকে মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছেন শুভমন। আইপিএলে তাঁর তিনটি শতরান রয়েছে এই ম্যাঠে। টেস্ট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও শতরান রয়েছে। বুধবার এক দিনের আন্তর্জাতিকে শতরান করে বৃত্ত পূর্ণ করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ১৪টি চার। ৩টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১১২ রানের ইনিংস খেললেন শুভমন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে কোহলি এবং রাহুলের ইনিংস স্বস্তি দেবে ভারতীয় শিবিরকে। বেশ কিছু দিন ধরে রান পাচ্ছিলেন না কোহলি। বুধবার করলেন ৫৫ বলে ৫২। ৭টি চার, ১টি ছয় এল তাঁর ব্যাট থেকে। এ দিনের ইনিংসও হয়তো কোহলিসুলভ নয়। তবু অর্ধশতরানের ইনিংস তাঁকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে। ঠিক সময়ে ফর্মে ফিরতে পারেন কোহলি। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে গম্ভীরের ভরসা রাহুলের উপর। তিনিও রান পেলেন। ২৯ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেললেন। বাকি কেউ বলার মতো রান করতে না পারলেও ভারত করে ৩৫৬ রান।
বুধবারের ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল না ইংল্যান্ডও। আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করলেন দুই ওপেনার ফিল সল্ট (২৩) এবং বেন ডাকেট (৩৪)। যদিও টম ব্যান্টন, জো রুটদের খেলায় বাজ়বলের প্রভাব দেখা গেল না। হতে পারে ২২ গজে যতটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করেছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটারেরা। তা করতে গিয়ে ওভার প্রতি রান তোলার লক্ষ্য বাড়িয়ে ফেলেছেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট পড়ায় তৈরি হয়েছে চাপ। ক্রমে তা বেড়েছে। ইনিংসের শুরুতে ইংল্যান্ডকে বিপজ্জনক মনে হচ্ছিল। মাঝের ওভারগুলিতে তেমন দেখাল না তাদের।
ভারতীয় বোলারদের পারফরম্যান্সও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে গৌতম গম্ভীরদের। ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানাও ৩১ রানে ২ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন যোগ্য হিসাবেই। অক্ষর ২২ রানে ২ উইকেট, হার্দিক ৩৮ রানে ২ উইকেট নিলেন। ১টি করে উইকেট ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবেরও।