দুর্দান্ত সেঞ্চুরি করলেন পন্থ, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

অধিনায়ক রোহিত শর্মা (১৭) ও বিরাট কোহলি (১৭) এদিনও ব্যর্থ। সূর্যকুমার যাদবও ব্যর্থ হয়েছেন। মাত্র ১৬ রান করেন তিনি।

July 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত। রবিবার তৃতীয় একদিনের ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল।

প্রথম ব্যাট করে বাটলার (৬০), জেসন রয়কে (৪১), মইন আলি (৩৪)-দের ব্যাটিংয়ে ভর করে ২৫৯ রান তোলে ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়া ২৪ রানে ৪টি, যুযুবেন্দ্র চাহাল ৬০ রানে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান (১)। অধিনায়ক রোহিত শর্মা (১৭) ও বিরাট কোহলি (১৭) এদিনও ব্যর্থ। সূর্যকুমার যাদবও ব্যর্থ হয়েছেন। মাত্র ১৬ রান করেন তিনি।

একসময় ৭২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ইনিংসের হাল ধরেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। পন্থ ১২৫ রানে অপরাজিত থাকেন। ৫৫ বলে ৭১ রান করে আউট হন হার্দিক। ৪২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

পন্থের দুর্দান্ত সেঞ্চুরি ও হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ইংল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen