India vs England 3rd Test: লর্ডসে ভারতের পুরনো রেকর্ড কেমন? একনজরে দেখে নিন পরিসংখ্যান

ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ভারতের পুরনো রেকর্ড কেমন? ১৯৩২ থেকে ২০২১ পর্যন্ত লর্ডসে ভারতের পারফরম্যান্সের খতিয়ান একনজরে।

July 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২১: ১০ জুলাই ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে দুই দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। তাই পাঁচ ম্যাচের এই সিরিজে এখন ফলাফল ১-১। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল এজবাস্টনের মাটিতে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের ঐতিহাসিক জয় পায়। সেই ঐতিহাসিক জয়ের পরে বেশ উচ্ছ্বসিত সকলেই। লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে যে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারতীয় দল তা আর বলার অপেক্ষা রাখেনা।

এই ঐতিহাসিক লর্ডস স্টেডিয়াম সাক্ষী একাধিক ইতিহাসের। ১৯৩২ সালে ভারত প্রথম ইংল্যান্ড সফরে যায় টেস্ট খেলতে। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। ভারত ও ইংল্যান্ড লর্ডসে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে ইংল্যান্ড জয় পেয়েছে ১২বার, ভারত জয় পেয়েছে ৩টি তে। মোট ৪টি ম্যাচ ড্র হয়েছে।

লর্ডস স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। সেই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে দারুণ একটি জয় পেয়েছিল ভারত। লর্ডসের মাটিতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের একটি টেস্টে মোট সর্বোচ্চ রান ৬৫৩। এবং ভারতের মোট সর্বোচ্চ রান ৪৫৪(১৯৯০ সালে)।

একনজরে দেখে নেওয়া যাক লর্ডসে ভারতের পারফরম্যান্সের খতিয়ান

  • ম্যাচ: ১৯
  • জয়:
  • পরাজয়: ১২
  • ড্র:
  • সর্বোচ্চ মোট রান: ৪৫৪ (১৯৯০)
  • সর্বনিম্ন মোট রান : ৪২ (১৯৭৪)
  • সর্বোচ্চ স্কোর: বিনু মানকড় – ১৮৪ (১৯৫২)
  • সেরা বোলিং পরিসংখ্যান: ইশান্ত শর্মা – ৭/৭৪ (২০১৪)
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen