India vs England 5th Test: সিরিজ ড্র করতে পারবেন সিরাজ, আকাশ দীপরা?
মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণেরা সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের জয় অসম্ভব নয়। ইংল্যান্ডকে রুখে দিতে পারলেই সিরিজ ড্র করবে ভারত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২১: ওভালে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৫০। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩২৪ রান। অন্যদিকে শুভমন গিলদের নয় উইকেট দরকার। ভারত কি পারবে গোটা ইংল্যান্ড দলকে সাজঘরে পাঠিয়ে সিরিজে সমতা ফেরাতে?
ওভালের পিচে বোলাররা সাহায্য পাচ্ছেন এখন। বল খানিক সুইং করছে। হাতে দুদিন সময়। ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে মাত্র দু’বার চতুর্থ ইনিংসে ৩৭৪ রানের বেশি তুলে ম্যাচ জেতার নজির রয়েছে।
১৯৪৮ সালে লিডসে চতুর্থ ইনিংসে ৪০৪ রান করে ইংল্যান্ডকে হারিয়েছিল অজিরা। টেস্টের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সফলতম রান তাড়ার নজির। ২০২২ সালে বার্মিংহাম টেস্টে ভারতের বিরুদ্ধে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংরেজরা। চলতি সিরিজেই লিডস টেস্টে শুভমনদের দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে বাজবলের প্রণেতারা। ওভালে ৩৭৪ রান তাড়া করে ফেলা সম্ভব নয়।
তবে চতুর্থ ইনিংসে ৩৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের সংখ্যা টেস্টের ইতিহাসে মাত্র চারটে। ওভালে টেস্টের চতুর্থ ইনিংসে সফলতম রান তাড়ার নজির ১২৩ বছরের পুরনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ২৬৩ রান করে জয় পেয়েছিল ইংল্যান্ড।
কিন্তু ওভালের আকাশ কী বলছে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের চতুর্থ দিনের ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। চতুর্থ দিন ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভালে। দুপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। লাঞ্চের পরের সেশনের খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে ওভালে। ফলে সাহায্য পাবেন পেসাররা। মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণেরা সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের জয় অসম্ভব নয়। ইংল্যান্ডকে রুখে দিতে পারলেই সিরিজ ড্র করবে ভারত।