সেমিতে অ্যাডিলেডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, এগিয়ে কে, কী বলছে T-20 WorldCup-এর ইতিহাস?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড তিনবার মুখোমুখি হয়েছে।

November 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে পয়েন্ট ৮ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছছে টিম ইন্ডিয়া। গ্রুপ-১-এর দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, ১০ নভেম্বর চলতি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড অন্যতম সেরা দল। দেখে নেওয়া যাক দুই দেশের দ্বৈরথ নিয়ে কী বলছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ড তিনবার মুখোমুখি হয়েছে। সেখানে ভারতের পাল্লাই ভারী।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ:

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের ম্যাচ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। এক ওভারে স্টুয়ার্ট ব্রডের ছটা বলকেই বাউন্ডারির দড়ি পার করিয়ে ছিলেন যুবরাজ সিংহ। ছয় ছক্কা আজও অমলীন। ওই ম্যাচে ২১৮ রান করে ভারত। ১২ বলে হাফ সেঞ্চুরি করেন যুবরাজ। বীরেন্দ্র সেহবাগ করেন ৬৮ রান। ২০০ রানেই থেমে গিয়েছিল ব্রডের দল।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ:
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল দুই দল। ইংল্যান্ড সাত উইকেটে ১৫৩ তোলে, কেভিন পিটারসন ৪৬ রান করেন। ১৫০ রানে থেমে যায় ধোনির ভারত। তিন রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া।

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ:
২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় তথা শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ১৭০ তোলে ভারত। মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। ১২ রানে চার উইকেট নিয়ে দুরন্ত বোলিং করেন হরভজন সিং।

তারপর থেকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও ভারত। প্রায় এক দশক পর ফের দুই দেশের দ্বৈরথ দেখবে ক্রিকেট বিশ্ব। তিনবারের মধ্যে ২-১ এগিয়ে রয়েছে ভারত, চতুর্থবারের পর কী হবে তার উত্তর দেবে অ্যাডিলেডে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen