ভারতীয় দলের সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত,অনিশ্চয়তা পঞ্চম টেস্ট নিয়ে

যোগেশের সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা।

September 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ম্যাঞ্চেস্টারে শুক্রবার খেলতে নামবেন বিরাট কোহলীরা (Virat Kohli)? নিশ্চিত নন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে পঞ্চম টেস্ট নিয়ে।

যোগেশের সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা। ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবারের অনুশীলন। এক সংবাদপত্রকে সৌরভ বলেন, “আমরা জানি না কাল ম্যাচ হবে কি না।”

রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর, নিতিন পটেলদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা। বাকি দল চলে এসেছিল ম্যাঞ্চেস্টারে। কিন্তু সেখানেও করোনার প্রকোপ থেকে রেহাই পেল না ভারতীয় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen