অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক শূন্য, ধোনিকে টপকালেন কোহলী

ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সবথকে বেশি শূন্য রান করার রেকর্ড করলেন কোহলী।

August 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নেমেই রেকর্ড করে ফেললেন বিরাট কোহলী। তবে এই রেকর্ড তিনি করতে চাননি। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সবথকে বেশি শূন্য রান করার রেকর্ড করলেন কোহলী।

জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলী (Virat Kohli)। সেটিই এ বারের ইংল্যান্ড সফরে কোহলীর প্রথম বল ছিল। অধিনায়ক হিসেবে টেস্টে নয় বার শূন্য করলেন তিনি। এত দিন আটটি শূন্য করে এই তালিকায় শীর্ষে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

কোহলী, ধোনির পর এই তালিকায় রয়েছেন নবাব পতৌদি। ভারত অধিনায়ক হিসেবে তিনি সাত বার শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর রয়েছেন কপিল দেব, ছয় বার। বিজয় হজারে, বিষাণ সিংহ বেদি, সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসেবে টেস্টে চার বার শূন্য রানে আউট হয়েছেন। তাঁদের পরে এই তালিকায় রয়েছেন অজিত ওয়াড়েকর (তিন বার)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen