শামি-সুন্দরদের দাপটে কুপোকাত নিউজিল্যান্ড! সিরিজ জয় Team India-র

শামি-হার্দিকদের দাপুটে বোলিংয়ে মাত্র ১০৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড।

January 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ICC

রায়পুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম‌্যাচে ভারতীয় বোলারদের তাণ্ডব। শামি-হার্দিকদের দাপুটে বোলিংয়ে মাত্র ১০৮ রানে গুটিয়ে গেছিল নিউজিল্যান্ড। এরপর রোহিতের অর্ধশতরানের সাহায্যে ৮ উইকেটে সেই রান তুলে দিয়ে ৩ ম্যাচের সিরিজ দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতল ভারত।

শুরু থেকেই একের পর এক উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিলেন শামিরা। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। মহম্মদ শামি ৩ উইকেট পেলেন। হার্দিক পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে এল ২টি করে উইকেট। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব পেলেন ১টি করে উইকেট। গ্লেন ফিলিপ্সকে ৩৬ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর, মিচেল স্যান্টনারকে ২৭ রানে ফেরান হার্দিক পাণ্ডিয়া।

নিউজিল্যান্ডের জবাবে ব্যাট করতে নেমে ৫০ বলে ৫১ রান করে আউট হন রোহিত শর্মা। অপরাজিত থেকে ৫৩ বলে ৪০ রান করেন শুভমন গিল। বিরাট কোহলি ৯ বলে ১১ রান করেন। মাত্র ২০.১ ওভারে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মারা। ৮ উইকেটে এই ম্যাচ জয়ের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen