মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজে টিম ইন্ডিয়া

পিচের কথা মাথায় রেখেও এই মুহূর্তে বলতে হয়, খানিকটা হলেও মুম্বই টেস্টে এগিয়ে টিম ইন্ডিয়া।

November 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
টিম ইন্ডিয়া, ছবি সৌজন্যে: BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকাতে পারবেন শুভমান গিল, আশা করেছিলেন অনেকেই। কিন্তু, ৯০ রানে আউট হয়ে গেলেন তিনি। এরপর টিম ইন্ডিয়ার ইনিংস আর দীর্ঘস্থায়ী হয়নি। ২৬৩ রানেই অলআউট হয়ে যায় গোটা দল।

লাঞ্চের সময় ভারত পিছিয়ে ছিল মাত্র ৪০ রানে। হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে কোনও মতে ২৮ রানের লিড নিল টিম ইন্ডিয়া। আজাজ প্যাটেলের স্পিনের ধাঁধায় গিল, সরফরাজ, অশ্বিনরা বন্দি হয়ে গেলেন। তিনি পেলেন ৫ উইকেট। ৯০ রানে আটকে গেলেন শুভমান গিল। ভারতের ইনিংস থামল ২৬৩ রানে। শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৮ রানের লিড নিতে পারল ভারত। তবে দিনের শেষে আবার লড়াইয়ে ফেরালেন বোলারেরা

দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার স্পিনাররা মোটামুটি বেঁধে ফেলেন কিউয়ি ব্যাটারদের। দিনের শেষে তাঁদের স্কোর ১৭১-৯। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১৪৩ রানের। ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন। অশ্বিন ৬৩ রানে ৩টি উইকেট নিয়েছেন। পিচের কথা মাথায় রেখেও এই মুহূর্তে বলতে হয়, খানিকটা হলেও মুম্বই টেস্টে এগিয়ে টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen