IND v SA: টেস্টের হতাশা ঘুচিয়ে সিরিজ জয় ভারতের, বিশাখাপত্তনমে নায়ক যশস্বী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: টেস্ট সিরিজে চুনকামের লজ্জা ও হতাশা ঝেড়ে ফেলে সাদা বলের ক্রিকেটে রাজকীয়ভাবে ফিরল ভারত (India)। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে এক দিনের সিরিজ নিজেদের নামে করলেন লোকেশ রাহুলরা। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) প্রথম ওডিআই শতরান এবং রোহিত-কোহলির চওড়া ব্যাটে ভর করে প্রোটিয়াদের দেওয়া ২৭১ রানের লক্ষ্য হেসেখেলে পার করল টিম ইন্ডিয়া (Team India)। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরল কোচ গৌতম গম্ভীরের মুখে।
এদিন ম্যাচের শুরুতেই ভাগ্য সহায় হয় ভারত অধিনায়কের। বাঁ-হাতে কয়েন টস করে জয়ী হন রাহুল এবং শিশির বা ‘ডিউ ফ্যাক্টর’-এর কথা মাথায় রেখে চোখ বন্ধ করে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় বোলাররা শুরুতেই আঘাত হানেন। অর্শদীপ সিংয়ের প্রথম ওভারেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন রায়ান রিকেলটন। তবে এরপর কুইন্টন ডি’কক এবং অধিনায়ক টেম্বা বাভুমা ১১৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। ভারতের বিরুদ্ধে নিজের অনবদ্য রেকর্ড বজায় রেখে ডি’কক ১০৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এটি ভারতের মাটিতে তাঁর সপ্তম শতরান, যার মাধ্যমে তিনি সনৎ জয়সূর্যের রেকর্ড স্পর্শ করলেন।
কিন্তু ডি’কক ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। প্রসিদ্ধ কৃষ্ণ তাঁর দ্বিতীয় স্পেলে এসে একই ওভারে ব্রিৎজ় (২৪) এবং আগের ম্যাচের শতরানকারী এডেন মার্করামকে (১) ফিরিয়ে দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। এরপর আসরে নামেন কুলদীপ যাদব। তাঁর স্পিনের জাদুতে ব্রেভিস (২৯), জানসেন (১৭) এবং কর্বিন বশ (৯) দ্রুত ফিরে যান। প্রসিদ্ধ ও কুলদীপ দুজনেই ৪টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৭০ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে ভারতকে কোনো অসুবিধাতেই পড়তে হয়নি। দিন-রাতের ম্যাচে পরে ব্যাট করার সুবিধা পুরোপুরি কাজে লাগান দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। তাড়াহুড়ো না করে শক্ত ভিত গড়ে ১৫৫ রানের পার্টনারশিপ করেন তাঁরা। রোহিত ৭৫ রান করে কেশব মহারাজের বলে ফিরলেও, নিজের অভিষেক ওডিআই শতরান তুলে নিয়ে মাঠ ছাড়েন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) (অপরাজিত ১১৬)।
তিন নম্বরে নেমে বিরাট কোহলিও (Virat Kohli) নিজের দুরন্ত ফর্ম বজায় রাখেন। কোনো সময় নষ্ট না করে বড় শট খেলে দ্রুত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। কোহলির অপরাজিত ৬৫ এবং যশস্বীর ধ্রুপদী ব্যাটিংয়ে ৬১ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। বিশাখাপত্তনমে এই দাপুটে জয়ের সঙ্গেই এক দিনের সিরিজ পকেটে পুরল ভারত।