LIVE India vs South Africa 3rd ODI: অবশেষে ২০ ম্যাচ পরে টসে জিতল ভারত, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাহুল
December 6, 2025
|
< 1 min read
Published by: Saikat

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজ়ের শেষ ম্যাচে আজ খেলতে মাঠে নামছে ভারত । বিশাখাপত্তনমে আজ যেই দল জিতবে তাঁর দখলে যাবে এই সিরিজ। গত ম্যাচের লজ্জার হার ভুলে আজ জয়ের জন্য মরিয়া ভারত। অপর দিকে টেস্ট সিরিজ জয়ের পরে ওডিআই সিরিজও নিজেদের দখলে নিতে তৈরী প্রোটিয়ারা।
১৪:২১ ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪২-১, ডিকক ২১, বাভুমা ১৯
১৩:৫৯ ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১৮-১, ডিকক ১০, ভাভুমা ৮
১৩:৩৭ প্রথম উইকেটের পতন, অর্শদীপের বলে আউট হয়ে ফিরলেন রিকলটন
১৩:৩০ দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছে, রায়ান রিকলটন ও ডিকক
১৩:০০ অবশেষে ২০ ম্যাচ পরে টসে জিতল ভারত, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাহুল