India vs South Africa 3rd ODI: ভুলত্রুটি শুধরে আজ বিশাখপত্তনমে ঝাঁপিয়ে পড়তে চাইছে টিম ইন্ডিয়া

December 6, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই জেঁকে বসেছে ওয়ান ডে সিরিজ হারের আতঙ্ক। প্রথম ম্যাচে কোহলির দুরন্ত শতরানে ভর করে জিতেছিল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডে’তে রেকর্ড রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিকে মূল্যহীন করে দিয়েছে টেম্বা বাভুমার দল। রায়পুরে বিশ্রী বোলিং ও ফিল্ডিংয়ের কারণে ৩৫৮ রানও ডিফেন্ড করা সম্ভব হয়নি। তাই ভুলত্রুটি শুধরে শনিবার বিশাখপত্তনমে সিরিজের নির্ণায়ক ম্যাচে ঝাঁপিয়ে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। ধবল-ধোলাই না হোক, সিরিজ জেতার সুযোগ তো রয়েছে।

গত ম্যাচের ভুলচুক শুধরে সিরিজে জয় পেতে মরিয়া ভারত। ম্যাচের আগে সে কথাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তবে সিরিজের শেষ ওয়ানডের আগেও তিনি ‘হতাশ’ টসভাগ্য নিয়েও। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দুশখাতে বলেন, “আমাদের দলের ক্রিকেটারেরা একটু আলাদা। তবে প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। প্রত্যেক ম্যাচই জিততে চাই আমরা। কিন্তু কিছু হার অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। টেস্টে আমরা আশানুরূপ খেলতে পারিনি আমরা। কিন্তু ওয়ানডে সিরিজ জেতার জন্য আলাদা খিদে দেখতে পাচ্ছি।”

বিরাট কোহলির দুরন্ত ফর্ম ভারতীয় ব্যাটিংকে অক্সিজেন জোগাচ্ছে চলতি সিরিজে। একই সঙ্গে চিন্তায় ফেলেছে দক্ষিণ আফ্রিকাকেও। পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভিকে। এবার হ্যাটট্রিকের পালা। সেই আশায় শনিবার গ্যালারিতে ভিড় করবেন ক্রিকেটপ্রেমীরা। বিরাটকে ঘিরে আবেগের বিস্ফোরণ বিশাখাপত্তনমেও। ভারতীয় ব্যাটিংয়ের অনেক খামতি ঢাকা পড়ছে কোহলি বড় রান করায়। কিন্তু যশস্বী জয়সওয়াল দুই ম্যাচেই ব্যর্থ। বাঁ হাতি ওপেনারকে নিয়ে কোচ গম্ভীরের চিন্তা বাড়ছে। রোহিত শর্মাও ধারাবাহিক নন। শুরুতে তাই অতিরিক্ত চাপ নিতে হচ্ছে কোহলিকে। গত ম্যাচে অবশ্য ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। তাঁর আত্মবিশ্বাসও তুঙ্গে। শুভমান গিলের অভাব ঢেকে দিতে সফল ক্যাপ্টেন লোকেশ রাহুলও। গত দুই ম্যাচেই রবীন্দ্র জাদেজার আগে ব্যাট করেছেন ওয়াশিংটন সুন্দর। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে বলছেন, সুন্দরকে বসিয়ে তিলক ভার্মাকে খেলানো উচিত। এর ফলে মিডল অর্ডার শক্তিশালী হবে।

কিন্তু অন্য সমস্যাও কম নেই। এমনিতেই ভারতীয় পেসারদের পারফরম্যান্স খুবই হতাশাজনক। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণাদের বসিয়ে অন্য কাউকে যে নামানো হবে, সেই সুযোগও কম। বিকল্প বলতে শুধু নীতীশ রেড্ডি। যাঁর উপরও ভরসা রাখা বেশ ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে অর্শদীপের উপর আরও চাপ পড়ে যাবে। প্রচুর শিশির পড়ায় পরের দিকে বল নরম হয়ে যাচ্ছে দ্রুত। গ্রিপ করতেও সমস্যায় পড়ছেন স্পিনাররা। কুলদীপ যাদব, জাড্ডুদের তাই অনায়াসে খেলছে প্রোটিয়ারা। বড় রানও অনায়াসেই চেজ করছে সফরকারী দল। সেই কারণেই বিশাখাপত্তনমে সিরিজের নির্ণায়ক ম্যাচেও টস যারা জিতবে, তারাই বাড়তি সুবিধা পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen