India vs South Africa: আজ পঞ্জাবে সিরিজের দ্বিতীয় ম্যাচ, কোন দিকে পাল্লা ভারী?

December 11, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: প্রথম ম্যাচে কটকে জয় পেয়েছে ভারত, আজ বৃহস্পতিবার পঞ্জাবের মুল্লানপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে দাপুটে জয় টিম ইন্ডিয়ার মনোবল বাড়িয়ে দিয়েছে। কিন্তু শুভমান গিল ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম চিন্তা বাড়িয়েছে।

প্রথমে ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে হার্দিককে। সাত মাস পর আন্তর্জাতিক মঞ্চে নেমে ম্যাচের সেরা হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তবে টিম ইন্ডিয়ার টপ অর্ডারের পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে। আজ অভিষেক শর্মার সঙ্গেই হয়তো ওপেন করবেন গিল। তবে অধিনায়কের ব্যাটিং অর্ডার বদল হতে পারে। হার্দিক পান্ডিয়ার পাশাপাশি গত ম্যাচে মিডল অর্ডারে তিলক ভার্মা, অক্ষর প্যাটেলও ভরসা জুগিয়েছেন। শিবম দুবে, জিতেশ শর্মার মতো ব্যাটাররা রানের গতি বাড়িয়ে দিতে পারেন। অন্যদিকে, ভারতীয় বোলাররা প্রোটিয়াদের ৭৪ রানে অল-আউট করে দিয়েছে। পেস বিভাগ বুমরাহ আসায় আরও শক্তিশালী হয়েছে। আর্শদীপ, হার্দিক, দুবে দারুণ ছন্দে ছিলেন গত ম্যাচে। স্পিন বিভাগে অক্ষর, বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

প্রোটিয়া ব্রিগেডও খুব শক্তিশালী। কুইন্টন ডি’কক, আইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিসরা যেকোনও সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ভারতকে তাঁরা যেকোনও সময় চ্যালেঞ্জ ছুড়তে পারেন। মিডল অর্ডারে মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেনের মতো ম্যাচ উইনাররা আছেন। গত ম্যাচে প্রোটিয়াদের বোলিং বেশ নড়বড়ে দেখিয়েছে। খামতি, ভুল শুধরে তাঁরা কামব্যাক করেন কি-না সেদিকে নজর থাকবে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen