ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, ক্রিকেটের নন্দনকাননে ‘বিরাট শো’ দেখার অপেক্ষায় দুনিয়া

কঠিন সময় পেরিয়ে রানে ফিরেছেন কিং কোহলি।

January 12, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

কঠিন সময় পেরিয়ে রানে ফিরেছেন কিং কোহলি। একের পর এক রেকর্ড ভাঙছেন কোহলি। আর গড়ে চলেছেন নয়া রেকর্ড। কঠিন সময় অতিক্রম করার জন্যে প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম; এই সত্য উপলব্ধি করেছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। তিন-তিনটে বছর তাঁকেও মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়। উঠেছে হাজারও প্রশ্ন সব নীরবে সহ্য করেছেন বিরাট। ব্যাটেই যোগ্য জবাব দিলেন তিনি। চেনা ছন্দে ফিরেছেন। বছর শেষ করেছিলেন সেঞ্চুরি দিয়ে, ২০২৩ শুরু করলেন সেই সেঞ্চুরির মাধ্যমে। গুয়াহাটিতে ওয়ান ডে-এর ৪৫তম শতরান করেছেন বিরাট। ঘটনাক্রমে ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের উত্তাপ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। আজকের ইডেন যেন হতে চলেছে বিরাট-মঞ্চ। বিরাটের ঝলক দেখার অপেক্ষায় গোটা দেশ।

বুধবার দুপুরে বিশেষ বিমানে ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি বিরাট। জানা গিয়েছে, মেয়ের জন্মদিন পালনের জন্য গুয়াহাটি থেকে মুম্বই উড়ে গিয়েছেন তিনি। দুবছর পূর্ণ হয়েছে বিরাট-কন্যা ভামিকার। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন বিরাট। বুধবার রাতেই কলকাতায় এসেছে কোহলি। উল্লেখ্য ২০১৯ সালের নভেম্বরে এই ইডেনেই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর রানের খরা শুরু হয়। ফিনিক্স পাখির মতো ফিরেছেন বিরাট। গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। নতুন বছরেও অব্যাহত তাঁর ব্যাটের ধারা। আজ কি শতরানের হ্যাটট্রিক করবেন বিরাট? সে দৃশ্য চাক্ষুষ করার জন্যই মাঠ ভরাবেন তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা।

শিশিরের কথা মাথায় রেখে, টসে জিতলেই পরে ব্যাট করতে চাইবেন দুই অধিনায়ক। ভারতের মাটিতেই বসবে আগামী একদিনের বিশ্বকাপের আসর। চলতি সিরিজ থেকেই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। প্রথম ম্যাচ জিতে যাওয়ায়, এক ম্যাচ বাকি থাকতেই আজ সিরিজ জেতার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। প্রথম ম্যাচে হারলেও শানাকাদের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ক্রিকেট দুনিয়া। আজ ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কাও। আজ দুপুর দেড়টায় খেলা শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen