Women’s Asia Cup 24: ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এশিয়া সেরা হবে কে?

সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬ বার এশিয়া কাপ জেতে ভারত

July 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রবিবার, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবেন ভারত ও শ্রীলঙ্কা দলের মেয়েরা। টানা নবমবার ফাইনালে গিয়েছে ভারত। অষ্টম এশিয়া কাপের জয়ের লক্ষ্যে হরমনপ্রীতরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত।

সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬ বার এশিয়া কাপ জেতে ভারত। ২০২২ সালে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। অন্যদিকে, এখনও পর্যন্ত একবারও এশিয়া কাপ জেতেনি শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেটে জিতে ফাইনালে পৌঁছেছে ভারত। গতবারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত।

গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতেছে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কাও অপরাজেয়ভাবেই ফাইনালে জায়গা করে নিয়েছে। ভারতের ব্যাটিং শক্তিশালী। স্মৃতি মান্ধানা দুর্দান্ত ছন্দে, ওপেনার শেফালি ভার্মাও তাই। ভারতীয় বোলিংয়ে রেনুকা সিং ঠাকুর ও অফস্পিনার দীপ্তি শর্মা স্তম্ভ হয়ে উঠেছেন। নতুন বলে দূরন্ত রেনুকা। রাধা যাদবও রয়েছেন। খেলা শুরু আজ দুপুর তিনটে থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen