AI -র অপব্যবহার, Deepfake ভিডিওর রমরমায় সমাজে বিভ্রান্তি, উদ্বিগ্ন কেন্দ্র

October 18, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: কৃত্রিম মেধা (AI) প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে ডিপফেক ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, উন্নত প্রযুক্তির সাহায্যেই এই সমস্যার মোকাবিলা করতে হবে। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নতুন বিধি আনতে চলেছে।

ডিপফেক প্রযুক্তির মাধ্যমে এআই ব্যবহার করে কারও মুখ বা শরীর বদলে দিয়ে তৈরি করা হয় ভুয়ো ভিডিও (Fake Video), যা অনেক সময় শালীনতার সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। পরে ফ্যাক্টচেক (Fact Check) সংস্থাগুলি জানায়, ভিডিওটি আসলে এক টিকটক তারকার, যার মুখের জায়গায় বসানো হয়েছিল কাজলের মুখ। একই ধরনের ঘটনা ঘটেছে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) সঙ্গেও। এই ঘটনায় সরব হন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর থেকেই কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মতে, এআই প্রযুক্তির অপব্যবহার সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আসন্ন বিধিতে থাকবে দুই স্তরের ব্যবস্থা, আইনি কাঠামো এবং প্রযুক্তিগত সমাধান। বিশ্বজুড়ে এআই (AI) নিয়ে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, ভারত তার মোকাবিলায় প্রস্তুত বলেই মনে করছে প্রযুক্তি মহল।

উল্লেখ্য,এ বিষয়টি নিয়ে শনিবার উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি জানান, সোশাল মিডিয়ায় ভাইরাল বাঘ-সিংহের আক্রমণের ভিডিওর ৯৯%-ই ডিপফেক, যা এতটাই নিখুঁত যে মানুষ সহজেই বিশ্বাস করে ফেলছে। ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে নিরপরাধকে অপরাধী বা অপরাধীকে নিরপরাধ সাজানো, চরিত্রহনন বা দাঙ্গা ছড়ানো অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই AI-এর যথেচ্ছ ব্যবহারের উপর বিশ্বজুড়ে কঠোর নিয়ন্ত্রণ জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen