Asia Cup: পাকিস্তানের সঙ্গে ছবি তুলবে না ভারত, সিদ্ধান্তে অনড় ক্যাপ্টেন সূর্যকুমার

September 28, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: এশিয়া কাপ ২০২৫ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি চলেই চলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যের ফাইনাল খেলা শুরুর ঠিক আগেই ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদবের এই সিদ্ধান্ত সারা বিশ্বে আলোড়ন তুলেছে। দুই দলের অধিনায়ক সুর্যকুমার যাদব ও সালমান আলি আঘা ফাইনাল ম্যাচের আগে একসঙ্গে কোনো ছবি তোলার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। এই সিদ্ধান্তটি আগের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ভারতের করমর্দন না করা নিয়ে চলমান পুরো কাহিনীকে আরও সরগরম করে দিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফাইনাল খেলার আগে অধিনায়কদের ঐতিহ্যবাহী ছবি তোলার রীতিটি এইবার বাতিল করা হয়েছে। শনিবার এই আয়োজন হওয়ার কথা থাকলেও ভারতীয় দল স্পষ্টভাবে তাতে অংশ নিতে অস্বীকৃতি জানায় বলে খবর পাওয়া গিয়েছে।

ভারতীয় দল ফাইনালের পূর্বে একটি পুরো দিনের জন্য কোনো ধরণের অনুষ্ঠানের থেকে নিজেদের সরিয়ে নেয়। তাঁদের দিক থেকে কেউই সংবাদমাধ্যমের সাথে কথা বলেনি এবং খেলা পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে অংশ নেয়নি।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অনড় – সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কোনরকম সমঝোতা নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen