টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ অভিযান শুরু ভারতের, জানুন কবে কোন ম্যাচ

ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া।

October 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট কোহলীদের সামনে রয়েছে পাকিস্তান। দেখে নেওয়া যাক, এরপর ভারতের ম্যাচগুলি কবে রয়েছে।

ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। অর্থাৎ গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে বিরাট কোহলীর দল।

দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর কোহলীদের সামনে রয়েছে লম্বা বিরতি। ভারতের দ্বিতীয় ম্যাচ দুবাইতেই এক সপ্তাহ পরে। পরের রবিবার, ৩১ অক্টোবর ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ভারতের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচের আগে তিন দিন বিশ্রাম পাবেন রোহিত শর্মারা। বুধবার, ৩ নভেম্বর ভারত খেলবে রশিদ খান, মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ আবু ধাবিতে।

গ্রুপ পর্বে ভারতের শেষ দুটি ম্যাচ যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দুটি দলের বিরুদ্ধে। শুক্রবার, ৫ নভেম্বর ভারতের বিপক্ষে স্কটল্যান্ড। ৮ নভেম্বর, সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে নামিবিয়ার। শেষ দুটি ম্যাচও দুবাইতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen