মহাকাশে মহিলা রোবট পাঠাবে ভারত? কবে গগনযান অভিযান শুরু করবে ISRO?
দেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানালেন, এবার মহাকাশে মহিলা রোবট পাঠাতে চলেছে ভারত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দ্রযান তিনের সাফল্যের পর এবার আগামী অভিযানগুলো নিয়ে ভাবতে চাইছে ইসরো। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর লক্ষ্য আসন্ন মহাকাশ অভিযানগুলোকে সফল করা। দেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানালেন, এবার মহাকাশে মহিলা রোবট পাঠাতে চলেছে ভারত।
শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, গগনযান মিশনের অঙ্গ হিসেবে ব্যোমমিত্রা নামের একটি রোবটকে মহাকাশে পাঠাবে ভারত। নির্দিষ্ট করে দিনক্ষণের বিষয়ে কিছুই জানাননি মন্ত্রী। তবে অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষামূলকভাবে একটি মহাকাশযানকে পাঠানো হতে পারে বলে খবর মিলেছে। সেই অভিযান সফল হলে, তারপর মহিলা রোবট পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হবে বলেই শোনা যাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, গগনযান প্রকল্পটি অতিমারির কারণে বিলম্বিত হয়ে যায়। অক্টোবরের শুরুতেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু করবে ইসরো। আপাতত এমনই সিদ্ধান্ত হয়েছে। নভোশ্চরদের কেবল মহাকাশে পাঠানোই নয়, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনাও জরুরি। মনে করা হচ্ছে, হয়ত নভোশ্চরদের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতেই রোবটটিকে পাঠানো হবে। গগনযানের দ্বিতীয় অভিযানে মহিলা রোবট পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে।