Squash WorldCup: প্রথমবার স্কোয়াশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত
December 14, 2025
|
< 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: প্রথমবার স্কোয়াশ বিশ্বকাপ জয়ী হল ভারত। ফাইনালে হংকংকে পরাজিত করে খেতাব জিতল ভারতীয় দল। খেলার ফলাফল হয় ৩-০। রবিবার চেন্নাইয়ে খেতাব জয় করে ভারতীয় স্কোয়াশ দল।
তৃতীয়বারের জন্য স্কোয়াশ বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। ভারত সহ ১২ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিটি দলে দুজন মহিলা ও দুজন পুরুষ সদস্য ছিল। এর আগে ২০২৩ সালে মালয়শিয়াকে হারিয়ে খেতাব জিতেছিল মিশর। ভারত শেষ করেছিল তৃতীয় স্থানে। এবার অধরা স্বপ্নপূরণ হল ভারতের।