ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতে নিল ভারত
আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম টি২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড।
February 2, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম টি২০ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭/৯ রান তোলে। অভিষেক শর্মা ১৩৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন কার্স, ২টি উইকেট নেন উড। একটি উইকেট নেন আদিল রশিদ।
জবাবে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শামি। ২টি করে উইকেট নেন অভিষেক শর্মা ও শিবম দুবে। ১৫০ রানে জিতে যায় ভারত। ৪-১ সিরিজ জিতে নিল ভারত।।