India Women Vs England Women: ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস তৈরি করলেন হরমনপ্রীতরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১০:৪৩: এজবাস্টনে ৩৩৬ রানে জয় আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে ভারতীয় শিবিরে। প্রথম টেস্টে ভাল খেলেও হারের হতাশা এখন অতীত। শুভমন গিলেরা সিরিজ়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আজ বৃহস্পতিবার। কিন্তু তার আগে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংরেজদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ইতিহাস তৈরি করেছেন হরমনরা। ২০০৬ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ইন্ডিয়া এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল।
টিম ইন্ডিয়া তাদের স্পিনারদের শক্তিতে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। গতকালের ম্যাচে ভারত প্রথমে বোলিং করে এবং ইংল্যান্ডকে মাত্র ১২৬ রানে আটকে দেয়, তারপরে তারা তিন ওভার বাকি থাকতে ৬ উইকেট জেতে। মাঝে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত সহজেই স্কোর তাড়া করেন হরমনরা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান রাধা যাদব।
রাধা যাদব তাঁর ৪ ওভারের কোটায় মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানা (৩২) ও শেফালি ভার্মার (৩১) ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন। ৭ ওভারে দুজনে মিলে ৫৬ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রডরিগেজ (২৪) ও হরমনপ্রীত কউর (২৬) ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।