INDWVSSLWT20: পঞ্চম ম্যাচেও জয়ী হয়ে শ্রীলঙ্কাকে ওয়াইটওয়াশ করল হারমানপ্রীতরা 

December 31, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: আজ গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। ইতিমধ্যেই ৪-০ জিতে গেছে সিরিজ।

টসে জিতে আবারও ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক হারমানপ্রীত ছাড়া কেউই বেশি রান করতে ব্যর্থ হয়। অধিনায়ক হারমানপ্রীত করে ৬৮ রান। ১১ বলে ঝোড়ো ২৭ রান করেন অরুন্ধতী রেড্ডি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। দুটি করে উইকেট নেয় দিলহারি, সিওয়ান্ডি ও আতাপাত্তু। একটি উইকেট নেয় মিপেজ।

১৭৬ রান তাড়া করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ হয় ৭৯ রানের। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন পেরেরা ও দুলানি করেন ৫০ রান। ভারতের হয়ে স্নেহ রানা, দীপ্তি, বৈষ্ণবী, শ্রী চরণী, অরুন্ধতী ও আমনজ্যোৎ একটি করে উইকেট নেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানে থেমে যায় শ্রীলঙ্কার মেয়েরা। ১৫ রানে ম্যাচ জেতার সাথে ৫-০ ওয়াইটওয়াশ করে জয়ী ভারতের মেয়েরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen