চক্ দে ইন্ডিয়া! দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বজয় ভারতের মেয়েদের

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: Blind Women’s T20 World Cup-এ নজির গড়লেন ভারতের মেয়েরা। ফাইনালে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়লেন ‘উইমেন ইন ব্লু’। নেপালকে ৭ উইকেটে হারিয়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল শ্রীলঙ্কায়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নেপালকে মাত্র ১১৪ রানে আটকে দেয় ভারতের বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ ওভারেই রান তাড়া করে ফেলেন ভারতের ব্যাটাররা। ৩ উইকেট হারিয়ে ১১৭ রান করে শিরোপা জিতে নেয় ভারতের মেয়েরা। রান তাড়া করতে নেমে ভারতের ফুলা সোরেন অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের হারিয়েছিলেন ভারতের মেয়েরা। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে নেপাল পৌঁছেছিল ফাইনালে। টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছে পাকিস্তানের মেহরীন আলি। তিনি বিশ্বকাপে সর্বমোট ৬০০ রান করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen