অনন্য নজিরের পথে ভারতীয় অভিনেত্রী, বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন দীপিকা

চলতি মাসের ১২ তারিখ বসতে চলেছে অস্কারের আসর।

March 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসের ১২ তারিখ বসতে চলেছে অস্কারের আসর। গোটা বিশ্বের চলচ্চিত্রের অন্যতম সেরা পুরস্কার হল অস্কার। সিনেমার সঙ্গে যুক্ত কলা-কুশলী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা অস্কারের জন্যে মুখিয়ে থাকেন। এবার সেই সম্মানীয় পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন দীপিকা পাডুকোন।

৯৫তম অস্কার প্রাপকদের হাতে কারা পুরস্কার তুলে দেবেন, সেই তালিকা দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তরফে গতকাল রাতে টুইট করে জানানো হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে গোটা বিশ্বের তাবড় তারকাদের মধ্যে স্থান পেয়েছেন দীপিকাও। উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছিল দীপিকাকে। ফাইনালে বিশ্বকাপ ট্রফির উন্মোচনের অনুষ্ঠান হাজির ছিলেন ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী। ক্রমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ হয়ে উঠছেন দীপিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen