সংযত না হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

October 3, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: রাজস্থানের অনুপগড়ে সেনা ছাউনিতে দাঁড়িয়ে শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army chief General Upendra Dwivedi) পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় সতর্ক করলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারত আর সংযম দেখাবে না। যদি পাকিস্তান রাষ্ট্রীয় মদতে জঙ্গিপনা বন্ধ না করে, তাহলে দ্বিতীয়বার অপারেশন সিঁদুরের মতো অভিযান চালিয়ে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন সিঁদুরের প্রথম পর্বে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার সেই সংযম আর দেখানো হবে না। পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ভূগোল বইতে তাদের নাম থাকবে কিনা, তা নিয়ে ভাবতে হবে।” তিনি আরও বলেন, “জওয়ানরা তৈরি থাকুন। যদি ঈশ্বর সদয় হন, তাহলে খুব শীঘ্রই সেই সুযোগ আসবে।”

সেনাপ্রধানের এই মন্তব্যের পরই প্রতিরক্ষা মহলে আলোড়ন। তাঁর বক্তব্যে স্পষ্ট, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ চলতে থাকলে ভারত দ্বিতীয়বারও বড়সড় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিনই এয়ার ফোর্স ডে-র অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং (Amar Preet Singh) জানান, মে মাসে চলা অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান (F-16 এবং JF-17) ধ্বংস করেছে। পাকিস্তানের পাল্টা দাবি, তারা নাকি ১৫টি ভারতীয় বিমান নামিয়েছে – এই দাবিকে তিনি সরাসরি ‘ঠাট্টা’ বলে উড়িয়ে দেন। তাঁর কটাক্ষ, “যদি ওরা ভাবে আমাদের ১৫টি বিমান নামিয়েছে, তাহলে পরের বার যুদ্ধ হলে আমরা ১৫টি কম ধরে নেব।”

অমরপ্রীত সিংয়ের মতে, অপারেশন সিঁদুর ছিল ১৯৭১-এর পর সর্ববৃহৎ এবং প্রকাশ্য অভিযান। সেনা, নৌসেনা ও বায়ুসেনার যৌথ পরিকল্পনা ও নিখুঁত বাস্তবায়নেই এই সাফল্য এসেছে। তাঁর কথায়, “শল্য চিকিৎসার মতো নিখুঁত আঘাত, ন্যূনতম ক্ষয়ক্ষতি- অপারেশন সিঁদুর (Operation Sindoor) ইতিহাসে স্থান পাবে।”সেনাপ্রধান ও এয়ার চিফ মার্শালের মন্তব্যে স্পষ্ট, ভারত ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen