‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’, সীমান্ত লাগোয়া জঙ্গিদের লঞ্চপ্যাড ওড়াল ভারতীয় সেনা
শুক্রবার রাতে তিনটি বিমান ঘাটিতে হামলা করেছে ভারত, অন্যদিকে পাঠানকোট, উধমপুর, শ্রীনগরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের দাবি, শুক্রবার দিবাগত রাতে তিনটি বিমান ঘাটিতে হামলা করেছে ভারত, অন্যদিকে পাঠানকোট, উধমপুর, শ্রীনগরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার জবাব দিতে ১৫ দিনের মাথায় গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। অপারেশনের পোশাকি নাম দেওয়া হয়েছিল ‘সিঁদুর’। পাকিস্তানের তরফে তখনই জানানো হয়েছিল, পাল্টা হামলা হবে। হলও তাই। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীর তরফে হামলার নামকরণ করা হয়েছে ‘অপারেশন বুনিয়ান মারসুস’!
অন্যদিকে জম্মুতে নিয়ন্ত্রণ রেখার ওপারে বড় অভিযান ভারতীয় সেনা। গত দু’দিন ধরে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হল ড্রোনের লঞ্চপ্যাড। পাশাপাশি এই অভিযানে নিয়ন্ত্রণরেখার ওপারে যেখান থেকে গোলাগুলি চালানো হয়েছিল সেই ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। জানা যাচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় ভারতীয় সেনার তরফে। লঞ্চপ্যাড ধ্বংসের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।