ইরানে আটক ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ ভারতীয় দূতাবাসে

June 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৫৩: ইরান-ইজরায়েল (Iran – Israel) যুদ্ধের মাঝেই আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস, অবিলম্বে তাদের তেহরান (Tehran) ছাড়তে বলা হয়েছে। বিগত পাঁচদিন ধরে ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েল। ক্রমেই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

প্রসঙ্গত, রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আহত হন দুই ভারতীয় পড়ুয়া। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, “যাঁরা নিজের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন, তাঁরা যেন দেরি না করে নিরাপদ কোনও স্থানে সরে যান। যাঁরা এখনও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তাঁরা যেন অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের নাম, বর্তমান অবস্থান ও ফোন নম্বর জানান।”

সূত্রের খবর, ইরানে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়ার পরিবারের মানুষজন। ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি (Delhi)। প্রত্যুত্তরে ইরান জানিয়েছে, যুদ্ধের আবহে এয়ারবেস বন্ধ থাকায় আপাতত ভারতে পৌঁছানোর উপায় নেই। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন। আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্থান হয়ে স্থলপথে ভারতে ফেরার উপায় রয়েছে।অন্যদিকে, তেহরানের নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উল্লেখ্য, জি৭-এ ইরান-ইজরায়েল সংঘর্ষ নিয়ে একটি শান্তির বার্তা দেওয়ার খসড়া বিবৃতি তৈরি করা হয়েছে, কিন্তু তাতে আমেরিকা সই করবেন না বলে জানিয়ে দিয়েছে। ইজরায়েল-ইরান সংঘাত শেষপর্যন্ত এই যুদ্ধ মহাযুদ্ধেই পর্যবসিত হয় কিনা এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen