অচল ভারতীয় ফুটবল, এএফসি মঞ্চে নীরব প্রতিবাদ এফসি গোয়ার
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: ভারতীয় ফুটবল এই মুহূর্তে গভীর অনিশ্চয়তার মধ্যে। ঘরোয়া লিগ ও প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। সেই পরিস্থিতির প্রতিবাদই আন্তর্জাতিক মঞ্চে অভিনব ও নীরব ভঙ্গিতে তুলে ধরল এফসি গোয়া। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে তাজিকিস্তানের ইস্তিকললের বিরুদ্ধে খেলতে নেমে নজিরবিহীন প্রতিবাদ জানাল গোয়ার ফুটবলারেরা।
ফতোরদা স্টেডিয়ামে ম্যাচ শুরুর জন্য রেফারি বাঁশি বাজানোর পরও কয়েক সেকেন্ড বল স্পর্শ করেননি গোয়ার কোনও ফুটবলার। বরং মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন তাঁরা। এক হাতে ভর দিয়ে কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়িয়ে খেলা শুরু করেন। আচমকা এই দৃশ্য দেখে রেফারি, প্রতিপক্ষ দল এমনকি দর্শকরাও হতবাক হয়ে যান। মাঠে তখন কেউই বুঝতে পারেননি এই আচরণের নেপথ্য কারণ।
পরে সমাজমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে এফসি গোয়া। ক্লাব জানায়, ভারতীয় ফুটবলে যে দীর্ঘদিনের অচলাবস্থা চলছে, সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতীকী প্রতিবাদ। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিবাদের মাধ্যমে প্রতিপক্ষ ইস্তিকলল, এএফসি কিংবা প্রতিযোগিতার প্রতি কোনওরকম অসম্মান দেখানো হয়নি। ভারতীয় ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে গুরুতর সমস্যার মুখে, সেটিই তুলে ধরাই ছিল উদ্দেশ্য।
উল্লেখযোগ্য ভাবে, একই দিনে ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের গঠিত কমিটির বৈঠকও হয়। সেখানে কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে ফেডারেশনের তরফে। সব পক্ষ সম্মত হলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত এফসি গোয়ার এই নীরব প্রতিবাদ ভারতীয় ফুটবলের সংকট নতুন করে সামনে এনে দিল।