খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৫: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি (BNP) চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) শেষকৃত্যে অংশ নিতে বুধবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণে বড়সড় বদল এসেছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে (Dipu chandra Das) হত্যার ঘটনায় মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছিল সাউথ ব্লক। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও খালেদা জিয়ার প্রতি ভারতের সৌজন্যে খামতি ছিল না। এর আগে খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফে চিকিৎসার জন্য সব রকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছিল।
মঙ্গলবার খালেদা জিয়ার প্রয়াণের খবর পাওয়ার পরেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ভারতের একাধিক শীর্ষ নেতা। বিএনপি প্রসঙ্গে হাসিনা সরকারের পতনের পর দিল্লি সেভাবে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, শেষকৃত্যে স্বয়ং বিদেশমন্ত্রীকে পাঠিয়ে ভারত বুঝিয়ে দিল, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নতুন বিন্যাসের সঙ্গে তারা সংযোগ বজায় রাখতে আগ্রহী।
অন্যদিকে, খালেদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে ঢাকায় (Dhaka) এক বিরল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হতে চলেছে। ভারতের বিদেশমন্ত্রীর পাশাপাশি বুধবার ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার-ও। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে দুই বৈরী প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীর ঢাকায় উপস্থিতি এবং খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বিশেষ বার্তা বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।