বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন! আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উদ্বিগ্ন ভারত সরকার

রণধীর জয়সওয়াল বলেন, আওয়ামি লীগকে যথাযথ প্রক্রিয়া মেনে নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে।

May 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের মাটিত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের সরকার। সোমবার ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব ও জনসুরক্ষার পক্ষে ক্ষতিকর শক্তি। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সন্ত্রাসদমন আইনে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করা হল।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘‘বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সঙ্কুচিত হচ্ছে।’’ সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেছেন, ‘‘আমরা আশাবাদী, দ্রুত বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। গণতন্ত্র ফিরে আসবে।’’

অপারেশন সিঁদুরের আবহে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রক মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁকে আওয়ামি লীগের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আওয়ামি লীগকে যথাযথ প্রক্রিয়া মেনে নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দ্রুত, সুষ্ঠু নির্বাচন চাই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen