আগামী কয়েক মাসে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ হারাতে পারেন দেড় লাখ

করোনাভাইরাস মোকাবিলায় ডাকা লকডাউনের জেরে বিপুল মন্দার সামনে দেশের অর্থনীতি। ইতিমধ্যেই কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রে কোম্পানিগুলো। আগামী কয়েক মাসে অন্তত দেড় লক্ষ মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা।

April 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনাভাইরাস মোকাবিলায় ডাকা লকডাউনের জেরে বিপুল মন্দার সামনে দেশের অর্থনীতি। ইতিমধ্যেই কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রে কোম্পানিগুলো। আগামী কয়েক মাসে অন্তত দেড় লক্ষ মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা।

ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোর উন্নতি আগামী কয়েক মাসে অস্বাভাবিক ভাবে কমে যাবে বলে জানিয়েছেন ইনফোসিসের প্রাক্তন সিএফও। এর ফলে বহু মানুষ কাজ হারাতে চলেছেন। 

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ হারাতে পারেন দেড় লাখ

কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থা। পুনের জেদ কন সলিউশনস নামে একটি ছোট তথ্য প্রযুক্তি কোম্পানি ইতিমধ্যেই অন্তত সাত কর্মীকে পিংক স্লিপ ধরিয়ে দিয়েছে। একই অবস্থা আরও বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থার ক্ষেত্রেও।

এই ঘটনাগুলি নেহাতই আসল সংকটের শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট তথ্য প্রযুক্তি সংস্থাগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে আইটি সেক্টরে অন্তত ৪৫-৫০ লক্ষ মানুষ কাজ করেন। তার মধ্যে ১০-১২ লক্ষ মানুষ কাজ করেন ছোট তথ্য প্রযুক্তি সংস্থাগুলোতে। এরাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen