Lord Swaraj Paul: প্রয়াত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি লর্ড স্বরাজ পল
হাউস অফ লর্ডসের সদস্য (House of Lords peer) লর্ড পল জন্মেছিলেন ভারতের জলন্ধরে। ১৯৬০-এর দশকে তিনি তাঁর ছোট মেয়ে অম্বিকার ক্যান্সারের চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি দেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২২: ব্রিটেনের অন্যতম প্রধান এনআরআই শিল্পপতি লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। ইউকে ভিত্তিক কাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের (Caparo Group of Industries) প্রতিষ্ঠাতা লর্ড পল কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাউস অফ লর্ডসের সদস্য (House of Lords peer) লর্ড পল জন্মেছিলেন ভারতের জলন্ধরে। ১৯৬০-এর দশকে তিনি তাঁর ছোট মেয়ে অম্বিকার ক্যান্সারের চিকিৎসার জন্য ব্রিটেনে পাড়ি দেন। চার বছর বয়সে অম্বিকার মৃত্যু হলে, তিনি অম্বিকা পল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট (charitable trust) প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সারা বিশ্বের শিশু ও তরুণদের সেবা করার জন্য এই ট্রাস্ট কোটি-কোটি টাকা দান করেছে।
২০১৫ সালে তাঁর ছেলে অঙ্গদ পল এবং ২০২২ সালে তাঁর স্ত্রী অরুণার মৃত্যুর পর, তাদের স্মরণেও তিনি একই রকমের মানবহিতৈষী (philanthropic) উদ্যোগ নিয়েছিলেন। বার্ষিক ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এর (Sunday Times Rich List) নিয়মিত অতিথি স্বরাজ পল এই বছর ২ বিলিয়ন পাউন্ডের সম্পত্তি নিয়ে ৮১তম স্থানে ছিলেন। তাঁর এই সম্পদের বেশিরভাগই এসেছে স্টিল ও ইঞ্জিনিয়ারিং বহুজাতিক সংস্থা কাপারো গ্রুপ থেকে।
যুক্তরাজ্যে ভারতীয় প্রবাসী (Indian diaspora) সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য, স্বরাজ পল সাম্প্রতিক মাসগুলিতে শারীরিক দুর্বলতা সত্ত্বেও প্রতিদিন হাউস অফ লর্ডসে উপস্থিত থাকার রুটিন বজায় রেখেছিলেন।