ইংল্যান্ডে রোহিতের বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবন বুমরাহ, কপিলের পর ফের অধিনায়ক হচ্ছেন কোনও পেসার

করোনায় আক্রান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না।

June 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনায় আক্রান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না। জানা যাচ্ছে, তাঁর বদলে সেই টেস্টে অধিনায়কত্ব করবেন জশপ্রীত বুমরাহ। কপিল দেবের পর গত ৩৫ বছরে কোনও পেসার ভারতীয় দলের নেতৃত্ব দেননি। ১৯৮৭ সালে শেষবারের জন্য ভারতের অধিনায়কত্ব করেন কপিল দেব।

গত শনিবার করোনায় হয়ে আইসোলেশনে আছেন রোহিত। বোর্ড সূত্রের খবর, বুধবার অনুশীলনের সময় মাঠেই একটি টিম মিটিংয়ের আয়োজন করা হয়। তখনই গোটা দলকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে খেলবেন না রোহিত। রোহিতের বদলে অধিনায়ক হচ্ছেন জশপ্রীত বুমরাহ।

ম্যাচ পাঁচ দিনই চললে এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্ট খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই ৬-৮ জুলাই, এই তিন দিন রোহিত, কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে যে দল খেলেছিল, তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen