জানেন ভিসা ছাড়া কোন দেশ ভ্রমণ করতে পারে ভারতীয়রা?

বিদেশ ভ্রমণের সময়ে ভিসার অ্যাপ্লাই করতে, অনুমতি পেতে, বার বার দূতাবাস ছুটে গিয়ে সে সবের দেখভাল করতে অনেকটা সময় কেটে যায়

April 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদেশ ভ্রমণ সকলেরই একটি স্বপ্ন। তাই আগেভাগেই সুযোগ বুঝে পাসপোর্ট করিয়ে রেখে দিয়েছেন। তবে অনেকেই জানেন না যে, ভারতীয় ভিসা ছাড়াও বিদেশ ভ্রমণ সম্ভব। এমন অনেক দেশ রয়েছে যে সেখানে আপনার ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের ফলে ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৬২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন? এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া, ক্যারিবিয়ান, ওশেনিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ।

বিদেশ ভ্রমণের সময়ে ভিসার অ্যাপ্লাই করতে, অনুমতি পেতে, বার বার দূতাবাস ছুটে গিয়ে সে সবের দেখভাল করতে অনেকটা সময় কেটে যায়। তাই ভিসা অন অ্যারাইভাল থাকলে বেশ কয়েকটা সুবিধা পাওয়া যায়। যেমন, আপনাকে বেড়াতে যাওয়ার আগে নিজের শহরে বা দেশের দূতাবাসে গিয়ে আগে থেকে ভিসার আবেদন করতে হবে না। শুধু মাত্র ওই দেশে পৌঁছলে বিমানবন্দরেই সব কাজ হয়ে যাবে। আবার অন্য দিকে এর জন্য দরকার শুধু মাত্র কিছু নথি পত্র। ফলে ভিসা অন অ্যারাইভালে কিন্তু ঝক্কি তুলনামূলক ভাবে সত্যিই বেশ কম।

জেনে নিন কোন কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবেন ভারতীয়রা-

ভুটান, কুক আইল্যান্ড, বার্বাডোস, কম্বোডিয়া, ফিজি, ডোমিনিকা, ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া, হাইতি, লাওস, মার্শাল আইল্যান্ড, মন্টসেরাত, ম্যাকাও (এস এ আর চিন), নিউ, সেন্ট লুসিয়া, মলদ্বীপ, পালাউ দ্বীপপুঞ্জ, ত্রিনিদাদ অ্যান্ড তোবাগো, মায়ানমার, টুভালু, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, নেপাল, সামোয়া, গ্রেনাডা, শ্রীলঙ্কা, ভানুয়াতু, জামাইকা, তাইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তিমুর – লেস্টে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ইরান, আলবানিয়া, বলিভিয়া, কাতার, সার্বিয়া, এল সালভাদর, জর্ডন, ওমান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ড, কোমোরো আইল্যান্ড, ইথিওপিয়া, গ্যাবন, গিনি – বিসাউ, মাদাগাস্কার, মরিতানিয়া, মরিশাস, মোজাম্বিক, রোয়ান্ডা, সেনেগাল, সেচেলেস, সিয়েরা লিওন, সোমালিয়া, তানজানিয়া, তোগো, তিউনিসিয়া, ইউগান্ডা, জিম্বাবোয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen