Henley Passport Index: ভিসা-মুক্ত ভ্রমণে অগ্রগতি, আট ধাপ লাফ ভারতীয় পাসপোর্টের

July 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Indian passport jumps eight places in Henley Passport Index visa-free travel
Indian passport jumps eight places in Henley Passport Index visa-free travel

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এ (Henley Passport Index 2025) ভারত গত বছরের তুলনায় এবার ৮ ধাপ ওপরে উঠে এসেছে। এখন বিশ্বের ৭৭তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট, যেখানে ২০২৪ সালে এই অবস্থান ছিল ৮৫-তে।

এই নতুন তালিকায় ভারতীয় পাসপোর্টধারীরা এখন মোট ৫৯টি দেশে ভিসা ছাড়া (visa-free) অথবা ভিসা-অন-অ্যারাইভাল (visa-on-arrival) সুবিধা নিতে পারবেন। আগের বছর এই সংখ্যা ছিল ৫৭, ফলে দুটি নতুন দেশ যুক্ত হয়েছে এই তালিকায়। এই দুই দেশের মধ্যে একটি হল ফিলিপিন্স (Philippines)।

২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত ভারতীয় নাগরিকরা যেসব দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন, তাদের মধ্যে ছিল – মালয়েশিয়া (Malaysia), ইন্দোনেশিয়া (Indonesia), মালদ্বীপ (Maldives), থাইল্যান্ড (Thailand)। শ্রীলঙ্কা (Sri Lanka), মাকাও (Macau), মায়ানমারের (Myanmar) মতো দেশগুলো ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল (VOA) সুবিধা দেয়।

সিঙ্গাপুর (Singapore) রয়েছে এই তালিকার এক নম্বর স্থান অধিকার করে, যে দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তারপরেই রয়েছে জাপান (Japan) এবং দক্ষিণ কোরিয়া (South Korea), যাদের পাসপোর্টে ১৯০টি দেশের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে।

অন্যদিকে, চীন (China) রয়েছে ৬০তম স্থানে এবং পাকিস্তান (Pakistan) রয়েছে ১০৩তম স্থানে। এবারের ইনডেক্সে মোট ১০৬টি দেশের নাম রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen