বইমেলা থেকে পাঠকদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে বই, অভিনব উদ্যোগ ডাক বিভাগের

কলকাতা বইমেলায় এক অভিনব ব্যবস্থা করেছে ডাক বিভাগ।

January 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বইমেলায় এক অভিনব ব্যবস্থা করেছে ডাক বিভাগ। তাঁদের স্লোগান, বইমেলা দেখলেন, স্টলে ঘুরে বই কিনলেন, কিন্তু বই সাথে নিয়ে ফিরলেন না!কারণ ডাক বিভাগই এবার পৌঁছে দেবে বই।

ইন্ডিয়া পোস্টের স্টলের দেওয়ালে লেখা দু’টি শব্দ নজর কাড়ল বইপ্রেমীদের—‘সেন্ড বুকস’। এই স্টল থেকে ভারতের যে কোনও জায়গায় বই পৌঁছে দেওয়া হবে। এক ব্যক্তি ৮টি বই অসমে বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিলেন খুব অল্প সংখ্যক খরচায়।

ডাক বিভাগের এক কর্মী জানালেন কলকাতা সহ দেশের যে কোনও প্রান্তে পার্সেল যাচ্ছে এই ডাক ব্যবস্থার এই স্টল থেকে। স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্ট করা যাচ্ছে।

কলকাতা শহরের মধ্যেই এক বাসিন্দা বই কিনে কলকাতা বইমেলা থেকে বাড়ির ঠিকানায় পাঠিয়েছেন বলে জানালেন ডাক বিভাগের কর্মীরা। এছাড়াও মুর্শিদাবাদে গিয়েছে ৪টি বই। ফলে বইমেলায় এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল বইপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen