কয়লা সঙ্কটের জেরে বন্ধ হওয়ার মুখে রেল পরিষেবা, বাতিল ১৯০০ ট্রেন

ইতিমধ্যেই মে মাস পর্যন্ত বাতিল করতে হয়েছে ৯ হাজার ট্রেন। যার মধ্যে গত তিন মাসে বাতিল হয়েছে ১ হাজার ৯০০ ট্রেন। আর এর প্রধান কারণ কয়লার ঘাটতি। একটি আরটিআইয়ের জবাবে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

June 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কয়লা (Coal) ঘাটতির জেরে বিরাট সঙ্কটের মুখে দেশ। মোদী সরকারের অদূরদর্শিতার ফলে শিয়রে ঘনাচ্ছে বিপদ। আগামী কয়েক মাসে দেশে ভয়াবহ সঙ্কট দেখা দিতে পারে। সেপ্টেম্বর মাসের মধ্যে সারা দেশে কয়লার জোগানে বিপুল ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে অন্ধকারে ডুবতে পারে দেশ। পাশাপাশি, স্তব্ধ হতে পারে দেশের যোগাযোগ ব্যবস্থাও।

সূত্রের খবর, কয়লার অভাবে ইতিমধ্যেই ভুগতে হচ্ছে ভারতীয় রেলকে (Indian Railways)। ইতিমধ্যেই মে মাস পর্যন্ত বাতিল করতে হয়েছে ৯ হাজার ট্রেন। যার মধ্যে গত তিন মাসে বাতিল হয়েছে ১ হাজার ৯০০ ট্রেন। আর এর প্রধান কারণ কয়লার ঘাটতি। একটি আরটিআইয়ের জবাবে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

জনৈক চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি এই আরটিআই দাখিল করেন। এরই জবাবে জানা গেছে, মোট ৯ হাজার ট্রেন করেছে রেল। এর মধ্যে ৬ হাজার ৯৯৫টি ট্রেন বাতিল হয়েছে রক্ষণাবেক্ষণের কাজে। আর ১ হাজার ৯৩৪টি ট্রেন বাতিল হয়েছে কয়লার ঘাটতির কারণে। মার্চ থেকে মে মাসের মধ্যে ট্রেনগুলি বাতিল হয়েছে।

এর থেকেই পরিষ্কার, মোদী সরকারের দূরদর্শিতার অভাবে এবং সঠিক সময়ে ঠিক পরিকল্পনা না করার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen