Indian Railways: জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া, লোকাল ট্রেনের খরচ বাড়ছে?

নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হচ্ছে

June 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০: আগামী ১ জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়তে চলেছে। এসি এবং নন-এসি মেল এবং এক্সপ্রেস-সহ বিভিন্ন শ্রেণির দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করতে চলেছে ভারতীয় রেলওয়ে। এর ফলে মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে বাড়তি চাপ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদ অনুযায়ী, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হচ্ছে। যদিও এই অঙ্ক শুনতে সামান্য লাগলেও, দীর্ঘ দূরত্বের যাত্রায় ভাড়া অনেকটাই বেড়ে যাবে বলে অনুমান।

তবে সাধারণ দ্বিতীয় শ্রেণির (Second Class) যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। ৫০০ কিমি পর্যন্ত যাত্রার ক্ষেত্রে কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না। তবে ৫০০ কিমির বেশি যাত্রার ক্ষেত্রে প্রতি কিমিতে অর্ধ পয়সা অতিরিক্ত গুনতে হবে। শহরতলির ট্রেন (Suburban Trains) – যা দৈনিক লক্ষ লক্ষ যাত্রী ব্যবহার করেন – সেগুলোর ভাড়ায় কোনো রকম পরিবর্তন আনা হয়নি। এর ফলে অফিসযাত্রী এবং নিয়মিত যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen