জোড়া সেঞ্চুরির দৌলতে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভারতীয় ব্যাটিং সেনসেশন স্মৃতি মান্ধানা আইসিসির মহিলা একদিনের আন্তর্জাতিক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ চণ্ডীগড়ে ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলে ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টকে পিছনে ফেলে আবারও সেরা ব্যাটার হিসেবে নিজের স্থান ফিরে পেলেন তিনি।
ভারতের সহ-অধিনায়ক মান্ধানা দীর্ঘদিন ধরেই ওডিআই ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে আসছেন। ২০২৫ সালে এখনও পর্যন্ত তিনি ১২টি ম্যাচে তিনটি অর্ধশতরান এবং দুটি শতরান করেছেন। এ বছরের ধারাবাহিক ফর্মই তাকে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলতে মূল ভূমিকা রেখেছে।
ইংল্যান্ডের তারকা সিভার-ব্রান্ট সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক করে প্রথম স্থানে উঠেছিলেন। কিন্তু মান্ধানার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি এখন দ্বিতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে মান্ধানার রেটিং ৭৩৫, যা তার ক্যারিয়ারের সেরা রেটিং ৭৯৯-এর থেকে কিছুটা কম হলেও শীর্ষস্থানে থাকতে যথেষ্ট।
ভারতীয় দলে আরও কিছু খেলোয়াড় র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক প্রতীকা রাওয়াল চার ধাপ উঠে ৪২ নম্বরে পৌঁছেছেন। হারলিন দিওলও দুর্দান্ত অর্ধশতরান করে পাঁচ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে, মান্ধানার পরবর্তী স্থানে আছেন ইংল্যান্ডের সিভার-ব্রান্ট (৭৩১), দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ড্ট (৭২৫) এবং অস্ট্রেলিয়ার এলিস পেরি (৬৮৯)। অস্ট্রেলিয়ার বেথ মুনি তিন ধাপ এগিয়ে ৬৮৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে বড় সাফল্য। বিশ্বকাপের আগে মান্ধানার এমন দুর্দান্ত পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস জোগাবে। তার ধারাবাহিকতা বজায় থাকলে বিশ্বকাপে ভারতীয় দলকে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে।