লজ্জা! এজবাস্টন টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় সমর্থকরা
ইংল্যান্ডেও সেখানকার ক্রিকেটের প্রশাসন এজবাস্টনে ঘটনা নিয়ে তদন্ত করবে।
July 5, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এজবাস্টনে টেস্টে এবার বর্ণবিদ্বেষের শিকার হলেন ভারতীয় সমর্থকরা। ইংল্যান্ড-ভারত টেস্ট দেখতে আসা কিছু ভারতীয় সমর্থকদের সে দেশের কিছু দর্শক হেনস্থা করেছেন, সমাজ মাধ্যমে এরকমই জানানো হয়েছে ভারত আর্মি নামে এক সংগঠনের পক্ষ থেকে।
জানা যাচ্ছে, ইংল্যান্ডেও সেখানকার ক্রিকেটের প্রশাসন এজবাস্টনে ঘটনা নিয়ে তদন্ত করবে।
ভারতীয় ক্রিকেটার এবং সমর্থকরা যে বিদেশে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন এরকম অভিযোগ নতুন নয়। এর আগে ২০২১ সালেই অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে কটুক্তির শিকার হন ক্রিকেটার মহম্মদ সিরাজ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেয় হেনস্থাকারীদের বিরুদ্ধে।