অর্শদীপ না দুবে, অভিষেক,হার্দিক কী খেলবেন পরের ম্যাচে? ফাইনালের আগে বড় সিদ্ধান্তের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: এশিয়া কাপে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ভারতীয় দল যখন শিবম দুবেকে খেলানোর সিদ্ধান্ত নিল, তখন অর্শদীপ সিংকে বেঞ্চে বসানো হয়। ব্যাটিং অর্ডার লম্বা করতে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ভারতের অন্যতম সেরা উইকেট টেকারকে বাইরে রাখে। অথচ টি-টোয়েন্টি ফরম্যাটে অর্শদীপই ভারতের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি!
অবশেষে ওমানের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়ে নিজের ক্ষমতার প্রমাণ দেন অর্শদীপ। দীর্ঘ সাত মাস পর জাতীয় দলে ফিরে শুরুটা কিছুটা ব্যয়বহুল হলেও ডেথ ওভারে দারুন বল করেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিকে তার নিখুঁত ওয়াইড লাইন ইয়র্কারই ভারতকে সুপার ওভারে নিয়ে যায় এবং ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখে। সুপার ওভারে মাত্র দুই রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে তিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দেন।
ভারতের ডেথ ওভারে বরাবরই চিন্তার বিষয় ছিল। কিন্তু অর্শদীপের পারফরম্যান্স দেখিয়েছে, বুমরাহর সঙ্গে জুটি বেঁধে তিনি প্রতিপক্ষের রান আটকে দিতে সক্ষম।ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠানও মনে করেন, পাকিস্তানের বিপক্ষে ফাইনালে অর্শদীপকে খেলানোই হবে সঠিক সিদ্ধান্ত।
এক্ষেত্রে শিবম দুবেকে বাদ দেওয়ার কথাই উঠছে। লঙ্কানদের বিপক্ষে দুবে ছাড়াই ভারত সর্বোচ্চ রান তুলেছে এবং বোলিংয়েও ঘাটতি দেখা যায়নি। যদি দলে থাকে বুমরাহ, অর্শদীপ, হার্দিক, কুলদীপ, বরুণ ও অক্ষর তাহলে ভারতের বোলিং আক্রমণ হবে ভীষণ শক্তিশালী।
ইরফান পাঠান বলেন , “অর্শদীপ চাপের মধ্যে থেকেও ইয়র্কার ফেলতে পারে। বুমরাহর সঙ্গে মিলে সে শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই আমার দলে সে সবসময় প্রথম পছন্দ।”
ম্যাচ চলাকালীন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মাকে মাঠের বাইরে যেতে দেখা যায়, যা সমর্থকদের মনে দুশ্চিন্তা তৈরি করেছে। ম্যাচ শেষে ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল জানান, হার্দিক ও অভিষেক দুজনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন। হার্দিক প্রথম ওভার বল করার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন এবং পরে আর বল করতে পারেননি। তবে মর্কেল আশ্বাস দিয়ে বলেন, অভিষেক শর্মা এখন সম্পূর্ণ সুস্থ, আর হার্দিকের অবস্থা কাল সকালে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।