থামছে চাকদহ এক্সপ্রেস, আসন্ন ইংল্যান্ড সফরেই দেশের জার্সিকে আলবিদা বলবেন ঝুলন
শুক্রবার ১৯ আগস্ট রাতে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঝুলনকে রেখে একদিনের ভারতীয় দল ঘোষণা করেন নির্বাচকেরা।

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানাতে চলেছে ভারতের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। দেশের হয়ে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি মিলিয়ে বাংলার মেয়ের ঝুলিতে রয়েছে প্রায় ৩৫০, উইকেট। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বারের জন্যে ভারতীয় জার্সিতে ময়দানে নামতে চলেছেন চাকদহ এক্সপ্রেস।
চলতি বছর মিতালির অবসর ঘোষণার পরেই ঝুলনের অবসর ঘিরে জল্পনা শুরু হয়েছিল। শুক্রবার ১৯ আগস্ট রাতে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঝুলনকে রেখে একদিনের ভারতীয় দল ঘোষণা করেন নির্বাচকেরা। শনিবার সকালেই এল বিদায়ের ঘোষণা। ঝুলন নিজেই জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে তিনি নিজের শেষ ম্যাচ খেলবেন।