ASIA CUP: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারতের হরমনপ্রীতরা
ভারতের দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন। রেণুকা, পূজা ও শ্রেয়াঙ্কা ২টি করে উইকেট নেন।
July 20, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করল ভারতের মহিলা দল। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৯.২ ওভারে পাকিস্তান রান করে ১০৮। ভারতের দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন। রেণুকা, পূজা ও শ্রেয়াঙ্কা ২টি করে উইকেট নেন।
৩১ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার স্মৃতি মান্ধানা। ৯টি চার আসে তাঁর ব্যাট থেকে। ২৯ বলে ৪০ রানের দাপুটে ইনিংস খেলেন শেফালি বর্মা। ৬টি চার, ১টি ছক্কা হাঁকান তিনি। ১১ বলে ১৪ রান করে আউট হন হেমালতা। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন সায়েদা আয়ুব শা। ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রানে পৌঁছে যায় ভারত।